OPEC- এর সঙ্গে তেল কোম্পানির যোগসাজশ বন্ধে কোন দেশে বিল পেশ করা হয়?

A যুক্তরাষ্ট্র 

B চীন 

C রাশিয়া 

D ফ্রান্স 

Solution

Correct Answer: Option A

- দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার উদ্যেগে গঠিত হয় OPEC (Organization of the Petroleum Exporting Countries)।
- এটি ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫টি।
- ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশ।
- ওপেক হলো তেল রপ্তানিকারক কিছু দেশের জোট, যারা বিশ্ববাজারে বিপুল পরিমাণ তেল বিক্রি করে।
- এই জোটের অন্যতম সদস্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও ইরান।
- এসব দেশে বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেলের মজুত রয়েছে।
- তেলের দাম বাড়ানোর জন্য ওপেক এবং সহযোগী কিছু দেশ বর্তমানে তেলের উৎপাদন কমিয়ে দিয়েছে।
- জ্বালানি কোম্পানিগুলো যাতে ওপেকের সদস্য দেশের সঙ্গে যোগসাজশ করে তেলের দাম বাড়াতে না পারে সে জন্যে ডেমোক্র্যাটিক পার্টির দুজন সদস্য এমন একটি বিল কংগ্রেসে পেশ করেছেন।
- মার্কিন কংগ্রেসে বিলটি এনেছেন সিনেটার এডওয়ার্ড মার্কি এবং প্রতিনিধি পরিষদ সদস্য নেনেট ব্যারাগান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions