ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠের ন্যূনতম
তাপমাত্রা-
Solution
Correct Answer: Option A
ঘূর্ণিঝড় হলো গ্রীষ্মমন্ডলীয় ঝড় (Tropical
cyclone), যা বাতাসের প্রচন্ড ঘূর্ণায়মান গতির ফলে
সংঘটিত হয়। ঘূর্ণিঝড় সাধারণত গভীর সমুদ্রে সৃষ্টি হয়।
সূর্যের আলোর তারতম্যের কারণে সৃষ্ট সমুদ্রের উষ্ণ
কারণে বায়ু উত্তপ্ত হয়ে হঠাৎ করে ঘূর্ণিঝড় তৈরি করে।
ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম
তাপমাত্রা ২৬°- ২৭° সেলসিয়াস থাকা আবশ্যক।