Solution
Correct Answer: Option A
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন 'চর্যাপদ'
গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ
রচনা করেন। এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা।
মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের
রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে 'চর্যাপদ' আবিষ্কার
করেন। তাঁর সম্পাদনায় ১৯১৬ খ্রিষ্টাব্দে কলকাতার 'বঙ্গীয়
সাহিত্য পরিষদ থেকে 'চর্য্যাচর্য্যবিনিশ্চয়', 'ডাকার্ণব,
‘সরহপাদের দোহা' ও 'কৃষ্ণপাদের দোহা' গ্রন্থের সম্মিলনে
'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা
নামে প্রকাশিত হয়। এতে পদসংখ্যা ৫১টি এবং পদকর্তা
২৪ জন। প্রথম পদের রচয়িতা লুইপা। চর্যাপদের সর্বোচ্চ
১৩টি পদের রচয়িতা কাহ্নপা।