"নেকড়েযোদ্ধা" কূটনীতি কোন দেশের সাথে সম্পর্কিত?
Solution
Correct Answer: Option A
পশ্চিমা নিষেধাজ্ঞার মোকাবেলা, বহিবিশ্বে নিজেদের
সক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি এবং চীনের ওপর পশ্চিমা কূটনৈতিক
আক্রমণের বিরুদ্ধে আগ্রাসী জবাব দেওয়ার মত করে নিজেদের গড়ে তুলতে দেশটির বর্তমান প্রেসিডেন্ট শি
জিনপিং এর মহান নেতিক দর্শন নেকড়েযাদ্ধা কতি
(Wolf Warrior Diplomacy) শুরু করে চীন। ২০১৫,
২০১৭ সালে চীনা জাতীয়তাবাদের প্রেক্ষাপটে নির্মিত দুটি
চলচিত্র ( Wolf Warrior & Wolf Warrior-21) এই দুটি
সিনেমার গল্পে দেখা যায় চীনের পিপলস রিপাবলিক আর্মির
একজন এজেন্ট চীনের বাহিরের শত্রুদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস
অপারেশন চালিয়ে চীনা বিরোধী কর্মকাণ্ড নস্যাৎ করে চীনের
জাতীয় শক্তি বৃদ্ধি করছে। এ চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়ে
চীনা কর্তৃপক্ষ Wolf Warrior কূটনৈতিক গ্রহণ করে। আর
চীনের স্বার্থ রক্ষার্থে চীনের একেকজন কূটনীতিক হয়ে
উঠছেন Wolf Warrior,