Solution
Correct Answer: Option A
ফ্ল্যাজেলা প্রোটোপ্লাজম দিয়ে গঠিত এক প্রকার
সূত্রাকৃতির উপাঙ্গ, যা কোষ প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে
আসে। ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দিয়ে ফ্ল্যাজেলা গঠিত।
ফ্ল্যাজেলার সাহায্যে ব্যাকটেরিয়া তরল মাধ্যমে চলাফেরা
করে। আর ফ্ল্যাজেলা অপেক্ষা খাটো ও শক্ত উপাঙ্গকে পিলি
বলে। পিলি ‘পিলিন' নামক এক প্রকার প্রোটিন দিয়ে
গঠিত। ব্যাকটেরিয়াকে কোন কিছুর সাথে আটকে থাকতে
পিলি সহায়তা করে। ক্যাপসুলস পলিস্যাকারাইড বা পলি
পেপটাইড দিয়ে গঠিত একটি স্তর, যা ব্যাকটেরিয়া কোষের
বাইরের দিকে থাকে।