Solution
Correct Answer: Option C
- বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন 'কমলাপুর রেলস্টেশন' ঢাকার মতিঝিলে অবস্থিত।
- এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় এবং চালু হয় ১৯৬৯ সালে।
- কমলাপুরের রেল স্টেশনের স্থপতি ছিলেন দুইজন মার্কিন নাগরিক বব বুই ও ড্যানিয়েল ডানহাম।
অন্যদিকে,
- মার্কিন নাগরিক লুই আই কান জাতীয় সংসদ ভবনের স্থপতি।
- এফ.আর খান ছিলেন বিশ্বখ্যাত বাংলাদেশী স্থপতি ও পুরকৌশল। তাঁকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম পথিকৃৎ ভাবা হয়। তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমান উইলিস টাওয়ার) এর নকশা প্রণয়ন করেন।