গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু?
A
ফাইলেরিয়া কুমি
B এ্যামিবা
C প্লাজমোডিয়াম
D সালমোনেলা
Solution
Correct Answer: Option A
গোদ রোগ এক প্রকার পরজীবী ঘটিত রোগ। এটি
ক্রান্তীয় অঞ্চলের সংক্রামক রোগ। যা সূতার মতো এক
জাতের গোলকৃমি (ফাইলেরিয়া কৃমি) দ্বারা সংঘটিত হয়।