বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে?
A ৪ মার্চ, ১৯৭২
B ২৬ মার্চ, ১৯৭২
C ১৬ ডিসেম্বর, ১৯৭২
D ৩ মার্চ, ১৯৭২
Solution
Correct Answer: Option A
১৯৭২ সালের ৪ মার্চ বাংলাদেশে প্রথম কাগুজে মুদ্রা
চালু হয়। এটি ছিল ১ এবং ১০০ টাকার নোট। ১ টাকার
নোটে বাংলাদেশের মানচিত্র খচিত ও ১০০ টাকার নোটে
তারা মসজিদ খচিত ছিল। এর নকশাকার ছিলেন কে.জি মুস্তাফা ৷