গর্ভকালীন প্রসূতি সেবায় প্রথম তিন মাসে (First
Trimester) মাকে কি দেয়া হয়?
Solution
Correct Answer: Option D
ফলিক এসিড এক ধরনের ভিটামিন-বি,
গর্ভকালীন প্রসূতি মায়েদের সন্তান ধারণের শুরুতে প্রতিদিন
অন্তত ৪০০ মাইক্রোগ্রাম গ্রহণ করা দরকার। এটি গর্ভস্থ
শিশুর মস্তিষ্ক ও স্নায়ুরজ্জু গঠনে বিশেষ ভূমিকা রাখে এবং
অনাগত শিশুর জন্মগত ত্রুটি কমে যায়। গর্ভধারণের অন্তত
এক মাস আগে থেকে প্রতিদিন ৪০০ মাইক্রোগ্রাম ফলিক
এসিড খাওয়া শুরু করা উচিত এবং প্রথম তিন মাস পর্যন্ত
এটি চালিয়ে যাওয়া উচিত।