Solution
Correct Answer: Option A
বিদ্যাপতি:
- বিদ্যাপতি ছিলেন একজন বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার অন্যতম রূপকার।
- তিনি মিথিলার সীতামারী মহকুমার বিসফি গ্রামে এক বিদগ্ধ শৈব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতার নাম ছিল গণপতি ঠাকুর এবং তাঁদের পারিবারিক উপাধি ছিল ঠক্কর বা ঠাকুর।
- তিনি 'মৈথিল কোকিল' ও 'অভিনব জয়দেব' নামে খ্যাত।
- তাঁর অন্যান্য উপাধি ছিল: কবিকণ্ঠহার, পণ্ডিত ঠাকুর, নব কবিশেখর, কবিরঞ্জন, সদুপাধ্যায় ও রাজপণ্ডিত।
- তিনি অপভ্রংশ ভাষায় 'কীর্তিলতা' নামে ঐতিহাসিক কাব্য লিখেছিলেন।