Solution
Correct Answer: Option A
বাংলা তদ্ধিত ইঙ্গি-প্রত্যয়ের ব্যবহারে ভাব অর্থে গঠিত শব্দ:
- বাহাদুর+ই = বাহাদুরি,
- উমেদার+ই = উমেদারি।
- ডাক্তার+ই = ডাক্তারি (পেশা অর্থে);
- জমিদার+ই = জমিদারি (মালিক অর্থে);
- জেঠা+আমি = জেঠামি (নিন্দা জ্ঞাপন অর্থে)।