‘আজকে নগদ কালকে বাকি’- ‘আজকে’ কোন কারকে কোন বিভক্তি?

A অপাদানে দ্বিতীয়া

B করণে তৃতীয়া

C অধিকরণে পঞ্চমী

D অধিকরণে ২য়া 

Solution

Correct Answer: Option D

ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে (স্থান) অধিকরণ কারক বলে। ক্রিয়ার সাথে কোথায় / কখন / কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। যেমন : আজকে নগদ কালকে বাকি। এখানে যদি প্রশ্ন করা হয়, কবে নগদ? তাহলে উত্তর পাই আজকে। সুতরাং, ‘আজ’ অধিকরণ কারক এবং এর সাথে ২য়া বিভক্তি (আজ+কে) যুক্ত হওয়ায় এটি অধিকরণ কারকে ২য়া বিভক্তি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions