Solution
Correct Answer: Option B
- সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার একটি ফেডারেল শহর।
- এটি বাল্টিক সাগরের অন্তর্গত ফিনল্যান্ড উপসাগরের মাথায় নেভা নদীর তীরে অবস্থিত।
- ১৯১৪ সালে শহরটির নাম পরিবর্তন করে পেট্রোগ্রাড রাখা হয়।
- ১৯২৪ সালে এর নাম বদলে লেনিনগ্রাড করা হয়।
- ১৯৯১ সালে পুনরায় 'সেন্ট পিটার্সবার্গ” নামটি ফিরিয়ে আনা হয়।