'পণ্ডিতমূর্খ' এর ব্যাসবাক্য কোনটি?
A পণ্ডিত সেজে আছে যে মূর্খ
B যিনি পণ্ডিত তিনিই মূৰ্খ
C পণ্ডিত অথচ মূর্খ
D পণ্ডিত ও মূর্খ
Solution
Correct Answer: Option A
- যে সকল সমাস কোনো নিয়মের অধীন নয়, তাকে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- পণ্ডিত হয়েও যে মূর্খ = পণ্ডিতমূর্খ;
- নরাকারের পশু যে = নরপশু।