Solution
Correct Answer: Option D
প্রকৃত কোষের সাইটোপ্লাজমে পরিবেষ্টিত অধিকতর অথবা উপবৃত্তাকার, অস্বচ্ছ, অপেক্ষাকৃত স্পষ্ট এবং বংশগতীয় পদার্থ (DNA) ধারণকারী ক্ষুদ্রাঙ্গকে বলা হয় নিউক্লিয়াস। স্কটিশ উদ্ভিদবিজ্ঞানী Robert Brown (১৮৩১) সর্বপ্রথম অর্কিড পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার ও নামকরণ করেন। গঠনগতভাবে প্রতিটি নিউক্লিয়াস চারটি অংশ নিয়ে গঠিত- নিউক্লিয়ার মেমব্রেন; নিউক্লিওপ্লাজম; নিউক্লিওলাস ও ক্রোমাটিন।
নিউক্লিয়াস কোষের যাবতীয় জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। এজন্য নিউক্লিয়াস ‘কোষের প্রাণ’ ও ‘কোষের মস্তিষ্ক' বলা হয়। অন্যদিকে, কোষের সাইটোপ্লাজমের মাঝে বিক্ষিপ্তভাবে অবস্থিত ধূসর বর্ণের ও কোষের সকল জৈবিক কার্যাবলি সম্পাদনের জন্যে প্রয়োজনীয় শক্তি উৎপাদনকারী বিশেষ ধরনের অঙ্গানুগুলোকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। একে কোষের শক্তিঘর বলা হয়।