রেখার প্রান্তবিন্দু কয়টি ?
A ১
B ২
C ৩
D প্রান্তবিন্দু নেই
Solution
Correct Answer: Option D
যার অসীম দৈর্ঘ আছে কিন্তু প্রস্থ বা বেধ নেই তাকে রেখা বলে। রেখার দৈর্গ্য উভয়দিকে অসীম পর্যন্ত ক্রমবর্ধ্মান। তাই রেখার কোন নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। এটি সোজা দৈর্ঘ্য বরাবর উভয়দিকে অসীম পর্যন্ত চলমান। তাই রেখার কোন প্রান্তবিন্দু নেই।