কোন আন্তর্জাতিক ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
'Poet of Politics' হিসেবে অভিহিত করেছিল?
Solution
Correct Answer: Option C
৫ এপ্রিল, ১৯৭১ যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন
নিউজ উইকস এর সাংবাদিক লোবেন জেঙ্কিন্স তাঁর এক
প্রতিবেদনে বলেন- 'মুজিব মৌলিক চিন্তার অধিকারী বলে
ভান করেন না। তিনি একজন রাজনীতির কবি, প্রকৌশলী
নন। উক্ত পত্রিকা ৭ মার্চের ভাষণকে এক অনবদ্য কবিতা
এবং বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে ভূষিত করেন।