১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময়ে নৌ কমান্ড গঠিত হয়।
কোন সেক্টরের অধীনে?
Solution
Correct Answer: Option A
১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার যুদ্ধ
পরিচালনা করার জন্য ৪টি সামরিক জোনে বাংলাদেশকে
ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন। পরবর্তীতে
১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল
এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে পুরো
দেশকে ১১টি সেক্টরে ও ৬৪টি সাব সেক্টরে ভাগ করে।
ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর ৮ জন বাঙালি নৌ-
কর্মকর্তা মিলে ১০ নং সেক্টর গঠন করেন। এ সেক্টরের
অধীনে চট্টগ্রাম, মোংলা, নারায়ণগঞ্জ প্রভৃতি বন্দরসমূহ
অন্তর্ভুক্ত ছিল। এ সেক্টরে নির্দিষ্ট কোন কমান্ডার ছিল না।
এটি সরাসরি প্রধান সেনাপতির নির্দেশনায় পরিচালিত হত।