Solution
Correct Answer: Option C
২০১২ সালে আফ্রো-আমেরিকান কিশোরী ট্রেভন
মার্টিনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আসামী জর্জ
জিম্মারম্যানকে খালাস দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায়
Black lives matter হ্যাশট্যাগটি ব্যবহার করে ২০১৩
সালে আন্দোলন শুরু হয়। এটি বর্ণবাদ বিরোধী অনলাইন
ভিত্তিক আন্দোলন। সোশ্যাল মিডিয়ায় এ আন্দোলনের
সূত্রপাত করেন অ্যালিসিয়া গারজা, প্যাট্রিস কুলারস এবং
ওপাল তোমেটি।