এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক
একককে কি বলে?
A বাক্য
B বাক্যাংশ
C উদ্দেশ্য
D বিধেয়
Solution
Correct Answer: Option A
এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক
ভাষিক একককে বাক্য বলে। বাক্য দিয়ে বক্তার মনের ভাব
সম্পূর্ণ প্রকাশিত হয়। যেমন: সজল ও লতা বই পড়ে।
প্রদত্ত উদাহরণে পাঁচটি শব্দ দিয়ে গঠিত এ বাক্যে বক্তার
মনের ভাব পুরোপুরি প্রকাশিত হয়েছে।