Solution
Correct Answer: Option D
- সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত উপন্যাস ‘অলীক মানুষ’ । উনিশ-বিশ শতকের পটভূমিতে এক মুসলিম পির পরিবারের পিতা বদু পির ও পুত্র শফির বিপরীত দৃষ্টিভঙ্গি, লৌকিক-অলৌকিক জীবনের কাহিনী এর উপজীব্য।
- অভিজিৎ সেন রচিত উপন্যাস ‘রহু চণ্ডালের হাড়' (১৯৮৫);
- মহাশ্বেতা দেবী রচিত উপন্যাস 'কৈবর্ত খণ্ড’ (১৯৯২);
- আবুল বাশার রচিত উপন্যাস ‘ফুল বউ’ ।