কোন ভিটামিনের অভাবে ভ্রুণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়?
Solution
Correct Answer: Option D
ভিটামিন বি-৯, যার রাসায়নিক নাম ফলিক এসিড এটি গর্ভস্থ শিশুর মস্তিষ্ক ও স্নায়ুরজ্জু গঠনে বিশেষ ভূমিকা রাখে এবং অনাগত শিশুর জন্মগত ত্রুটি কমে যায়। কিন্তু এর অভাব হলে শিশুর ভ্রুণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়।
অন্যদিকে,
- ভিটামিন বি-১২ এর অভাবে রক্তস্বল্পতা দেখা দেয়।
- বি-২ এর অভাবে জিহ্বা, মুখ ও ঠোটের কোণে ঘা হয় এবং ত্বক খসখসে হয়।
- বি-১ এর অভাবে বেরিবেরি রোগ হয়।
- বি-৬ এর অভাবে খাওয়ার অরুচি, বমিভাব ও অ্যানিমিয়া রোগ দেখা দেয়।