Ten hours . . . . too long to wait.
Solution
Correct Answer: Option A
- সময়, দূরত্ব এবং পরিমাপের একক গুলো, যদিও সংখ্যায় অনেক হতে পারে, তবুও এগুলো singular হিসেবে বিবেচিত হয় এবং singular verb গ্রহণ করে।
- যেমন: "Ten hours is too long to wait."
- এখানে "ten hours" একক পরিমাপ হিসেবে গণ্য হওয়ায় verb হিসেবে "is" ব্যবহার করা হয়েছে।