একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুহের অতিভুজ ১২ সে.মি. হলে ক্ষেত্রফল কত?
Solution
Correct Answer: Option A
মনে করি, সমান বাহুদ্ব্যের দৈর্ঘ্য x সে.মি.
তাহলে, পীথাগোরাসের সূত্রের সাহায্যে পাই,
x2+x2 = 122
⇒x2 =72
এখন, ত্রিভুজটির ক্ষেত্রফল = ১/২ × ভূমি × উচ্চতা
= ১/২ × x ×x
= ১/২ × x2
=৩৬ বর্গ সে. মি.