0,1,2,3 দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
A 3147
B 2287
C 2987
D 2187
Solution
Correct Answer: Option D
0,1,2,3 দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম সংখ্যা = 3210
0,1,2,3 দ্বারা গঠিত চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা = 1023
---------------------------------------------------------
বিয়োগফল= 2187
Note: ক্ষুদ্রতম সংখ্যা লেখতে হলে প্রথমে শূণ্য বসানো যাবে না। শূণ্যের চেয়ে যে সংখ্যা বড় সেই সংখ্যাটি প্রথমে এবং পরে শূণ্য বসাতে হবে।