Solution
Correct Answer: Option C
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গদ্যগ্রন্থ ‘অবরোধবাসিনী' (১৯৩১)। নকশাধর্মী ছোট ছোট রচনাগুলির মধ্যে ফুটে উঠেছে অবরুদ্ধ নারীর মর্মান্তিক জীবনকথা। তিনি এ গ্রন্থে বাংলা, বিহার, উড়িষ্যা, লাহোর, পাঞ্জাব, দিল্লি ও আলীগড়ের সম্ভ্রান্ত ও উচ্চবিত্ত মুসলিম পরিবারে পর্দার নামে অবরোধের অমানবিক ৪৭টি চিত্র তুলে ধরেছেন। তাঁর রচিত উপন্যাস:
- ‘সুলতানার স্বপ্ন,
- 'পদ্মরাগ' (১৯২৪);
- গদ্যগ্রন্থ: 'মতিচূর' (প্রথম খণ্ড- ১৯০৪,
- দ্বিতীয় খণ্ড- ১৯২২),
- 'অবরোধবাসিনী' (১৯৩১)।