জসীম উদ্দীন রচিত 'নিমন্ত্রণ' কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?

A মাটির কান্না

B ধানক্ষেত

C বালুচর

D রাখালী

Solution

Correct Answer: Option B

- জসীমউদ্দীনের ধানক্ষেত কাব্যগ্রন্থের কবিতা 'নিমন্ত্রণ' এর পঙক্তি 'তুমি যাবে ভাই -যাবে মোর সাথে ,আমাদের ছোট গাঁয় ,/গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় ।'

● পল্লীকবি জসীমউদ্দীন ১ জানুয়ারি, ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন।
- পৈতৃক নিবাস: ফরিদপুরের গোবিন্দপুর (বর্তমান নাম: আম্বিকাপুর) ।
- তিনি ১৩ মার্চ, ১৯৭৬ সালে মারা যান।
- তাঁর অন্তিম ইচ্ছানুসারে ১৪ মার্চ ফরিদপুরের আম্বিকাপুরে দাদীর কবরের পাশে সমাহিত করা হয়।

● জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো:
- বালুচর,
- রূপবতী,
- মাটির কান্না,
- সুচয়নী,
- রাখালী,
- ধানক্ষেত, ইত্যাদি। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions