The old man died_____cancer.
Solution
Correct Answer: Option B
• Die of: কোনো রোগ, খাবারের অভাব বা মানসিক কষ্টের কারণে মারা যাওয়া।
• Die for: দেশের জন্য জীবন দান করা।
• Die in: যুদ্ধক্ষেত্রে, ঘুমের মধ্যে, অথবা শান্তিপূর্ণ পরিবেশে মারা যাওয়া।
• Die by: দুর্ঘটনা, আত্মহত্যা বা কোনো ধরনের হিংসাত্মক কাজের কারণে মারা যাওয়া।
উদাহারণঃ
- He died of cancer.
- The old man died of cancer.