কোন শহরের বর্তমান জনসংখ্যা ১০ লক্ষ । এ শহরের জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন । ৩ বছর পরে জনসংখ্যা কত হবে ?

A ১০,৯২,৭২৭ জন

B ১০,০০,৫৫০ জন

C ৯,৯২,৭২৭ জন

D ১১,১২, ৭২৭ জন

Solution

Correct Answer: Option A

এখানে,
শহরটির বর্তমান জনসংখ্যা, P = ১০০০০০০
জনসংখ্যা বৃদ্ধির হার, r = ৩০/১০০০ = ৩/১০০
সময়, n = ৩ বছর

সুতরাং ৩ বছর পর মোট জনসংখ্যা হবে,
C = ১০০০০০০(১ + ৩/১০০)
   = ১০,৯২,৭২৭ জন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions