নিম্নের কোনটি বহুব্রীহি সমাস?

A একগুঁয়ে

B কাঁচা-মিঠা

C রাজপথ

D উনিশ-বিশ

Solution

Correct Answer: Option A

পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য অথবা পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষণ হয়ে যে সমাস হয়, তাকেই সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে। যেমন:
এক গোঁ যার = একগুঁয়ে।
যা কাঁচা তাই মিঠা = কাঁচামিঠা (কর্মধারয় সমাস);
পথের রাজা = রাজপথ (তৎপুরুষ সমাস);
উনিশ ও বিশ = উনিশ-বিশ (দ্বন্দ্ব সমাস)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions