Solution
Correct Answer: Option A
পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য অথবা পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষণ হয়ে যে সমাস হয়, তাকেই সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে। যেমন:
এক গোঁ যার = একগুঁয়ে।
যা কাঁচা তাই মিঠা = কাঁচামিঠা (কর্মধারয় সমাস);
পথের রাজা = রাজপথ (তৎপুরুষ সমাস);
উনিশ ও বিশ = উনিশ-বিশ (দ্বন্দ্ব সমাস)।