কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?

A সি

B বি

C কে

D ডি

Solution

Correct Answer: Option C

ভিটামিন 'কে' হলো এসেনসিয়াল ফ্যাট সলিউবল ভিটামিন। দেহে ভিটামিন 'কে' প্রথ্রোম্বিন নামক প্রোটিন তৈরি করে। আর প্রথ্রোম্বিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটি হাড় ও হৃৎপিন্ডের স্বাস্থ্যকে ভালো রাখে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions