বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?

A জগৎ মোহিনী

B বসন্তকুমারী

C আয়না

D মোহনী প্রেমদাস

Solution

Correct Answer: Option B

-মীর মশাররফ হোসেন কর্তৃক বাংলা সাহিত্যে মুসলমান রচিত প্রথম নাটক ‘বসন্তকুমারী’ (১৮৭৩)।
-বৃদ্ধ রাজা বীরেন্দ্র সিংহের যুবতী স্ত্রী রেবর্তী সপত্নী পুত্র নরেন্দ্র সিংহকে প্রেম নিবেদন করে প্রত্যাখাত হয়ে ষড়যন্ত্র শুরু করে।
-পরিণামে সমগ্র রাজ পরিবারটি ধ্বংস হয়ে যায়,এটিই এ নাটকের মূল বিষয়।
-মীর মশাররফ গ্রন্থটি নওয়াব আব্দুল লতিফকে উৎসর্গ করেন।

-আবুল মনসুর আহমদ রচিত গল্পগ্রন্থ 'আয়না' (১৯৩৫)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions