Solution
Correct Answer: Option C
সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের
সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে।
দিও সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। দিও
সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে। যেমন: তিন
প্রান্তরের সমাহার = তেপান্তর।