নারী বিষয়ক পত্রিকা 'বেগম' এর প্রথম সম্পাদক কে?
Solution
Correct Answer: Option B
বাংলা ভাষায় নারী সম্পাদিত প্রথম সচিত্র পত্রিকা
'বেগম'। সাহিত্য ক্ষেত্রে মেয়েদের এগিয়ে আনার লক্ষ্যে
বেগম সুফিয়া কামালের সম্পাদনায় এবং 'সওগাত' পত্রিকার
সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন এর সহযোগিতায় ২০
জুলাই, ১৯৪৭ সালে কলকাতা থেকে 'বেগম' পত্রিকা
প্রকাশিত হয়। পরবর্তীতে নূরজাহান বেগম পত্রিকাটির
সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫০ সালে এর কার্যালয়
ঢাকায় স্থানান্তর করা হয়।