ইসলামের ইতিহাসে প্রথম শিক্ষাকেন্দ্র কোনটি ছিল?
A দারুল আরকাম
B মসজিদে নববী
C দারুল হিকমাহ
D আল-আজহার বিশ্ববিদ্যালয়
Solution
Correct Answer: Option A
ইসলামী সভ্যতা
⇒ ইসলামী সভ্যতার আবির্ভাব ঘটে- পৃথিবী সৃষ্টির শুরুতেই।
⇒ আরব জাতির মূল আবাস ছিল- দক্ষিণ আরবের ইয়েমেন অঞ্চলে।
⇒ আরব জাতির নামকরণ করা হয়- কাহতানের পুত্র ইয়ারেবের নামানুসারে।
⇒ আরব শব্দের উৎপত্তি হয়- আরাবাত থেকে।
⇒ 'আরাবাত' শব্দের অর্থ- বৃক্ষলতাহীন মরুভূমি।
⇒ ইসলামের ইতিহাসে আনসার নামে পরিচিত- মদিনার স্বার্থত্যাগী মুসলিম ভাইয়েরা।
⇒ ইসলামের সর্বপ্রথম শিক্ষাকেন্দ্র- দারুল আরকাম, মক্কা।
⇒ সর্বপ্রথম ইসলামী মুদ্রা চালু করেন- হযরত উমর ফারুক (রা.)।