Solution
Correct Answer: Option A
- ফরাসি বিপ্লবকে 'বুর্জোয়া বিপ্লব' বলা হয় কারণ এই বিপ্লবের নেতৃত্বে ছিল ফ্রান্সের বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণি।
- অষ্টাদশ শতকে ফ্রান্সে বুর্জোয়া শ্রেণি (যেমন - ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক, বুদ্ধিজীবী) অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলেও সামাজিক ও রাজনৈতিকভাবে যাজক (প্রথম শ্রেণি) এবং অভিজাতদের (দ্বিতীয় শ্রেণি) তুলনায় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল।
- তাদের কোনো রাজনৈতিক অধিকার ছিল না এবং রাষ্ট্রের করের বোঝাও তাদেরই বহন করতে হতো।
- এই বৈষম্যের বিরুদ্ধে বুর্জোয়া শ্রেণিই প্রথম সংগঠিত হয় এবং বিপ্লবের আদর্শ ও নেতৃত্ব প্রদান করে।
- বিপ্লবের মূল দাবিগুলো, যেমন - সাংবিধানিক অধিকার, আইনের চোখে সমতা, এবং সম্পত্তির সুরক্ষা, মূলত বুর্জোয়া শ্রেণির স্বার্থকেই প্রতিফলিত করেছিল। একারণে, তাদের নেতৃত্ব ও আদর্শিক ভূমিকার জন্য ফরাসি বিপ্লবকে 'বুর্জোয়া বিপ্লব' হিসেবে আখ্যায়িত করা হয়।