Solution
Correct Answer: Option C
ভগ্নাংশগুলোর মান তুলনা করার সবচেয়ে সহজ উপায় হলো সেগুলোকে দশমিকে রূপান্তর করা।
A) ১/৭ ≈ 0.142
B) ২/১৫ ≈ 0.133
C) ৩/২৩ ≈ 0.130
D) ৮/২৯ ≈ 0.275
দশমিক মানগুলো তুলনা করলে দেখা যায়, 0.130 হলো সবচেয়ে ছোট।
সুতরাং, ৩/২৩ সংখ্যাটি ক্ষুদ্রতম।