বার্বাডোজের রাজধানীর কোথায় ?

A ব্রিজটাউন 

B তেগুচিগালপা

C নাসাউ

D কোস্টারিকা সিটি

Solution

Correct Answer: Option A

টাউন দিয়ে কিছু রাজধানীর নামঃ
জর্জ টাউন - গায়ানা ( জর্জের গান)
ফ্রি টাউন - সিয়েরালিয়েন ( ফ্রি সানিলিয়েন)
ব্রিজটাউন - বার্বাডোজ ( BB)
কিংসটাউন - সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাইড
কিংস্টন - জ্যামাইকা ( কিং জ্যামে)
 
দেশের নামে রাজধানী: 
- স্যান ম্যারিনো 
- মোনাকো 
- লুক্সেমবার্গ 
- জিবুতি
 
পোর্ট দিয়ে কিছু :
পোর্ট ভিলা - ভানুয়াতু ( ভানু ভিলা)
পোর্টেনোভা - বেনিন ( নোভা বেনিনে)
পোর্ট মোর্সবি - পাপুয়ানিউগিনি (মোশা পাপ্পি দেয়)
পোর্ট লুইস - মরিশাস ( মরে লুই)
পোর্ট অব প্রিন্স - হাইতি ( হাই প্রিন্স)
পোর্ট অব স্পেন - এিনিদাদ ও টোবাগো

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions