এ্যানেসথেসিয়া মেশিন চেক করতে প্রথম যে কাজ করা উচিত-
A bain circuit লাগানো
B endo tracheal tube সাইজ দেখা
C oxygen supply এর সঠিকতা দেখা
D nitrous-oxide এর বোতল খোল
Solution
Correct Answer: Option C
- অ্যানেসথেসিয়া সার্জিক্যাল পদ্ধতিতে ব্যবহার করা হয়।
- এ পদ্ধতিতে রোগীকে অচেতন করা হয় এবং জীবন রক্ষাকারী প্রয়োজনীয় গ্যাসসমূহ সরবরাহ করা হয়।
- অ্যানেসথেসিয়ার শুরুতে মেশিনে Oxygen Supply ঠিক আছে কিনা দেখা দরকার।