Laparoscopy operation এ পেটে কোন গ্যাস ঢোকানো হয়?
A oxygen
B nitrus oxide
C carbondioxide
D halothane
Solution
Correct Answer: Option C
- Laparoscopy Operation এর শুরুতে কার্বন ডাই-অক্সাইড ঢুকিয়ে পেট ফুলানো হয় যাতে ভেতরের অঙ্গ- প্রত্যঙ্গ আলাদা হয়ে জায়গাটা মনিটরিংয়ে সুবিধা হয়।
- নাভিদেশ বা পেলভিক বোনের কাছে একটা ফুটো করে ট্রোকার ঢোকানো হয় এবং তার ভেতর দিয়ে টিউবের সাহায্যে গ্যাস ঢুকিয়ে পেট ফোলানো হয়।