Solution
Correct Answer: Option D
অছি পরিষদ (Trusteeship Council)
» এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে পরাজিতদের কাছ থেকে নেয়া অঞ্চলে তাদের বাসিন্দাদের সেরা স্বার্থে শাসিত হওয়া এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠিত হয়।
» এর প্রতিষ্ঠাকাল ১৯৪৫।
» ১৯৯৪ সাল থেকে অছি পরিষদের কাজ স্থগিত করা হয়েছে।
» এরপর থেকে অছি পরিষদের কার্যক্রম নিরাপত্তা পরিষদের মাধ্যমে সম্পন্ন হয়ে আসছে।