মেঘনা বধ কাব্যের রচনাকাল-
Correct Answer: Option A
'মেঘনাবধ কাব্য'র রচনাকাল জুন ১৮৬১ সাল এবং প্রকাশকালও একই সাল । সংস্কৃত কবি বাল্মীকির 'রামায়ণ' অবলম্বনে এ অমর কাব্যের সৃষ্টি করেন মাইকেল মধুসূদন দত্ত । নয় সর্গে বিভক্ত এ কাব্যে তিনদিন দুই রাতের ঘটনা বর্ণিত হয়েছে । এ কাব্যের উল্লেখ্যযোগ্য চরিত্রঃ রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, বিভীষণ, সীতা, প্রমীলা ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions