মধ্যযুগের শেষ কবি কে?
Correct Answer: Option B
মধ্যযুগের শেষকবি ভারতচন্দ্র রায়ণ্ডণাকর । তার কবি প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন 'অন্নদামঙ্গল' বাক্য । তাকে মধ্যযুগের শেষ ও শ্রেষ্ঠ কবি বলা হয় । মধ্যযুগে মুসলমান কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি আলাওল । তার প্রথম ও শ্রেষ্ঠ কাব্য 'পদ্মবতী' । মুকুন্দরামকে আখ্যায়িত করা হয় দুঃখ বর্ণনার কবি হিসেবে । তার রচিত মঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কাব্য চণ্ডীমঙ্গল', এ কাব্যটি তিনি জমিদার রঘুনাথের নির্দেশে রচনা করেন এবং 'কবিকঙ্গণ' উপাধি লাভ করেন ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions