একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের দুই-তৃতীয়াংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে ক্ষেত্রফল কত?
Correct Answer: Option B
ধরি, দৈর্ঘ্য x মিটার ।
প্রস্থ ২x/৩ মিটার
পরিসীমা = ২(৩x+২x/৩)
= ২(৩x+২x/৩)
= ১০x/৩
প্রশ্নমতে,
১০x/৩ = ৪০
বা, ১০x = ১২০
x = ১২
অর্থাৎ ক্ষেত্রটির দৈর্ঘ্য ১২ মিটার
এবং " প্রস্থ ২*১২/৩ মিটার
= ৮ মিটার
আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল ১২*৮ বর্গমিটার
= ৯৬ বর্গমিটার
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions