EPI’র আওতায় কতটি রোগের বিরুদ্ধে টিকা দেয়া হয়?

A ৭টি

B ৮টি

C ৯টি

D ১১টি

Solution

Correct Answer: Option D

- ২০২৫ সাল থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (EPI) শিশুদের জন্য যুক্ত হবে টাইফয়েড ও মশাবাহিত রোগের নতুন দুই টিকা।
- টাইফয়েডের জন্য যুক্ত হবে ‘কনজুগেটিভ ভ্যাকসিন’ ও মশাবাহিত রোগের জন্য ‘জাপানিজ এনকেফাইলাইটিস ভ্যাকসিন’।
- বর্তমানে EPI’র আওতায় শিশু, কিশোরী ও নারীদের ১১টি মারাত্মক সংক্রামক রোগের বিরুদ্ধে টিকাদান কার্যক্রম চালু রয়েছে।

♦ বাংলাদেশে ১১টি রোগের টিকা কর্মসূচি- 
 রোগের নাম ও  টিকা চালু
• যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার ও হাম → ১৯৭৯ সাল
• হেপাটাইটিস-বি → ২০০৩ সাল
• হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি → ২০০৯ সাল
• হাম ও রুবেলা → ২০১২ সাল
• নিউমোনিয়া → ২০১৫ সাল
• জরায়ুমুখ ক্যান্সার → ২০২৩ সাল।


♦ 
উল্লেখযোগ্য টিকার আবিষ্কারক
♦ নাম ও আবিষ্কারক
• গুটি বসন্ত ------------ এডওয়ার্ড জেনার
• জলাতঙ্ক ও অ্যানথ্রাক্স -- লুই পাস্তুর
• পোলিও ------------- - জোনাস এডওয়ার্ড সাল্ক
• খাওয়ার পোলিও -------  আলবার্ট সাবিন
• যক্ষ্মা ----------------- আলবার্ট ক্যালমিটি ও ক্যামিলি গিওরিন
• হেপাটাইটিস বি -------- বারুচ স্যামুয়েল ব্লুমবার্গ
• রুবেলা, মাম্পস -------- মরিস হিলেম্যান।


Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions