বিখ্যাত কবিতা 'বড় কে' এর কবি কে?

A হরিশচন্দ্র মিত্র

B সত্যেন্দ্রনাথ দত্ত

C যতীন্দ্রমোহন বাগচী

D কামিনী রায়

Solution

Correct Answer: Option A

- হরিশ্চন্দ্র মিত্রের বিখ্যাত কবিতা ‘বড় কে'।
- এ কবিতার বিখ্যাত পঙ্ক্তি- ‘আপনাকে বড় বলে / বড় সেই নয়, / লোকে যারে বড় বলে / বড় সেই হয়।'

- হরিশ্চন্দ্র মিত্র (১৮৩৭-১৮৭২) কবি, নাট্যকার, প্রবন্ধকার, সাংবাদিক।
- তিনি ১৮৩৭ সালে ঢাকায় এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
- তরুণ বয়সে তিনি এক ছাপাকলে কম্পোজিটর হিসেবে কাজ করেন।
- ১৮৫৮ সালে তাঁর প্রথম কবিতা ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় প্রকাশিত হয়।
- ১৮৬০ সালে হরিশচন্দ্র ঢাকার প্রথম সংবাদপত্র মাসিক কবিতা কুসুমাবলী প্রকাশ করেন।

• তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে-
- হাস্যরসতরঙ্গিণী (১৮৬২),
- বিধবা বঙ্গললনা (১৮৬৩),
- বীর বাক্যাবলী (১৮৬৪),
- কীচকবধ কাব্য (১৮৬৬),
- বঙ্গবালা (১৮৬৮),
- রামায়ণ (১৮৬৯),
- কবিরহস্য (১৮৭০),
- কবিকৌতুক (১৮৭০),
- নির্বাসিতা সীতা (১৮৭১),
- দুর্ভাগিনী শ্যামা (১৮৭২),
- কবিতাবলী (১৮৭২) ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions