ব্রিটিশ আমলে মুসলমানদের মহিমা, তত্ত্ব, জ্ঞান-বিজ্ঞান প্রভৃতি বিষয় নিচের কোন সংবাদপত্রে আলোচনা হত?
A সুধাকর
B মিহির
C হাফেজ
D সবকটি
Solution
Correct Answer: Option D
- বৃটিশ শাসনামলে শেখ আবদুর রহিম সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা ‘সুধাকর' (১৮৮৯), মাসিক ‘মিহির’ (১৮৯২) ও মাসিক ‘হাফেজ’ (১৮৯৭)।
- পত্রিকাগুলোয় সমকালীন মুসলমানদের মহিমা, তত্ত্ব, জ্ঞান-বিজ্ঞান প্রভৃতি বিষয় আলোচিত হতো।
- তাঁর প্রধান লক্ষ্য ছিল ইসলামি ভাবধারায় পশ্চাৎপদ মুসলমান সমাজে নবজাগরণ সৃষ্টি ও বাংলা ভাষার উন্নয়ন করা।