Solution
Correct Answer: Option A
- “উত্তীর্ণ” সঠিক সন্ধিবিচ্ছেদ উৎ + তীর্ণ।
গুরুত্বপূর্ণ কিছু সন্ধি বিচ্ছেদঃ
- পরমাশ্চর্য = পরম + আশ্চর্য।
- গ্রামান্তর = গ্রাম + অন্তর।
- যথেষ্ট = যথা + ইষ্ট।
- শুভেচ্ছা = শুভ + ইচ্ছা।
- ঢাকেশ্বরী = ঢাকা + ঈশ্বরী।
- নবোদয় = নব + উদয়।
- দ্যুলোক = দিব্ + লোক।
- রত্নাকর = রত্ন + আকর।
- কথোপকথন = কথা + উপকথন।
- শ্রবণ = শ্রু + অন।
- প্রত্যুষ = প্রতি + ঊষ।
- স্বচ্ছ = সু + অচ্ছ।