সোভিয়েত খোলানীতি নামে পরিচিত-
A পেরেস্ত্রৈকা
B স্নায়ুযুদ্ধ
C ন্যাটো
D গ্লাসনস্ত
Solution
Correct Answer: Option D
- সোভিয়েত খোলানীতি নামে পরিচিত "গ্লাসনস্ত"।
- গ্লাসনস্ত ছিল সোভিয়েত ইউনিয়নের একটি রাজনৈতিক সংস্কার যা ১৯৮৭ সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচভের নেতৃত্বে চালু হয়েছিল।
- গ্লাসনস্তের লক্ষ্য ছিল সোভিয়েত সমাজে স্বচ্ছতা এবং মুক্তির বিস্তার ঘটানো।