একব্যক্তি ক্রয়মূল্যের উপর ৪০% বেশী হিসাব করে বিক্রয়মূল্য নির্ধারন করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ২০% কমিশন দিয়ে জিনিস বিক্রি করে। তার মোটের উপর শতকরা কত লাভ হয় ?
Solution
Correct Answer: Option B
শতকরা লাভ
= ৪0% - ২০% + {৪০ x (-২০)/১০০}%
= ৪০% - ২০% - ৮% = ১২%
∴ মোটের উপর ১২% লাভ।